News Digital Durgapur,, তালডাংরা থেকে উড়িষ্যা!! না তীর্থ ভ্রমণের জন্য নয়; নাবালিকা উদ্ধারের ঘটনা বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়,,,,
গত 27.1.24 বিকালে তালডাংরা থানা এক অভিযোগে জানতে পারে এক নাবালিকা কে অপহরণ করা হয়েছে। অতি দ্রুত একটি কেস রুজু করা হয়। তার থেকেও দ্রুততার সঙ্গে তদন্ত করে মেয়েটির সন্ধান পাওয়া যায় উড়িষ্যার ঢেঙ্কালন জেলার মতঙ্গা থানা এলাকায়। স্থানীয় পুলিশ এর সাহায্যে তালডাংরা থানার একটি দল মেয়েটিকে উদ্ধার করে। মহামান্য আদালতে হাজিরা করার পর আদেশ মতো বাবা মায়ের কাছে তাকে আজ ফিরিয়ে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন