News Digital Durgapur- সনোকা হসপিটাল,, আগামী এক দশকের মধ্যে প্রত্যেক ১০০ জনের ভেতর একজন ক্যান্সার আক্রান্ত হবে বলে একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় নাকি উঠে এসেছে। এমনই কথা বললেন হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মহিমা চৌধুরী। দুর্গাপুর শিল্পাঞ্চলের অদূরে মলানদিঘি অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস অ্যান্ড সনকা হসপিটালের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের দুপুরে পূর্ব ভারতের অন্যতম অত্যাধুনিক ক্যান্সার ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন হল। একটি আন্তর্জাতিক স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী সংস্থার যৌথ প্রচেষ্টায় এই ক্যান্সার ইনস্টিটিউটটি তৈরি করা হয়েছে। ঝা চকচকে এই অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালটির নাম দেওয়া হয়েছে ‘সনকা ক্যান্সার ইনস্টিটিউট’। এই হাসপাতালে ১০০০ শয্যা থাকছে, বিশিষ্ট এই অত্যাধুনিক হাসপাতালটি শুধুমাত্র ক্যান্সার রোগের নির্ণয় ও রিসার্চ সেন্টার হিসেবে গড়ে উঠবে। পূর্ব ভারতে এই প্রথম ডিজিটাল ১৮০ স্লাইস পেট সিটি ফর রেডিও থেরাপি ক্যানসার ট্রিটমেন্ট মেশিনটি বসানো হয়েছে এই হাসপাতালে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অদূরে বাংলার চিকিৎসা জগতের মুকুটে নয়া পালক,,, সাথে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
Post Top Ad
Your Ad Spot
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
Home
Unlabelled
সনকা ক্যানসার হাসপাতালে
সনকা ক্যানসার হাসপাতালে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন