News Digital Durga জেলায় হরিপাল মেলায় আজ মিরাক্কেলের জি বাংলার প্রতিযোগী সঞ্চালনে ফটিক পুরোকাইত মাত করে দিলেন।
হুগলি জেলায় দ্বাদশ বর্ষে হরিপাল মেলা চাঁদের হাটের মধ্যে উদ্বোধন হলো। আজ থেকে ১ লা জানুয়ারি ২০২৪ পর্যন্ত এই মেলা থাকবে। আজ উদ্বোধনে প্রধান অতিথি হয়ে এসেছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। ছিলেন অভিনেতা তথা বিধায়ক শোভন চক্রবর্তী, ছিলেন মোহনবাগানের প্লেয়ার বিদেশ বসু, ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না, ছিলেন হুগলী জেলার প্রধান প্রশাসক ডিএম ম্যাডাম, এসেছিলেন এ ডি এম ম্যাডাম, এছাড়া এসেছিলে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের ভিড় ছিল দেখার মত। অভিনেতা সোহম যখন আসে উৎফুল্ল হয়ে উঠল দর্শকরা। মেলা প্রাঙ্গনে ছিল অসংখ্য বিভিন্ন রকমের দোকান। যেটা আমাদের সরাসরি চ্যানেল ২৪ নাউ এর পর্দায় আমরা দেখাতে পারলাম। সঞ্চালনে নজর কেড়েছে সবাইয়ের সেই মিরাক্কেলের জি বাংলার প্রতিযোগী ফটিক পুরোকাইত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন