Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

 নিউজ ডিজিটাল দুর্গাপুর,,, দুর্গাপুর তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন  করে আর্থিকভাবে স্বাবলম্বী  জনৈক চাষী শচীন রায়। শচীন বাবু চাষবাস করার পাশাপাশি ছাগল ও প্রতিপালন করেন। এবং ছাগল প্রতিপালন করে বর্তমানে যথেষ্ট লাভের মুখ দেখছেন তিনি। শচীন বাবু জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগর পাড়া ৫ নং তিস্তা নদীর সংলগ্ন এলাকার একজন স্থায়ী বাসিন্দা। শচীন বাবু বলেন তিনি মূলত চাষবাস করেন তবে বিগত কয়েক বছর যাবত তিনি ছাগল প্রতিপালন করে আসছেন। তিনি হিসেব-নিকাশ করে দেখেন চাষবাসে চাইতে ছাগল প্রতিপালন করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। তবে ছাগল প্রতিফলন করতে অনেক সময় খানিটা অসুবিধার মধ্যেও পড়তে হয় কারণ একটু অসতর্ক হলেই শিয়ালের দল ছাগল এবং ছাগলের বাচ্চা নিয়ে চম্পট দেয়। তিনি আরো বলেন মনোযোগ এবং সতর্কের মধ্য দিয়ে যদি প্রতিপালন করা যায় তাহলে এই ছাগল প্রতিপালনের যথেষ্টই লাভ রয়েছে..রিপোর্ট হলদিবাড়ি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages