Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

তৃনমুল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

News Digital Durgapur : 

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলার ,আসানসোল বারাবনি দলের যুব মোর্চার নেতা অরিজিৎ রায়ের কালিপুজোর উদ্বোধনে এসে শুক্রবার বিকেলে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসকে আরো একবার কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি কটাক্ষের সুরে বলেন, রাজ্য জুড়ে বর্তমানে যে ” চুরি ও দূর্নীতি” র অসুখ চলছে তা সারাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে ” প্রাক্তন ” লেখা বসাতে হবে। তবেই এর ফার্মা সলিউশন হবে। তার আগে নয় তার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে অনেক রোগের ভ্যাকসিন বেরিয়েছে। ডাক্তাররা তা করতে পেরেছেন। কিন্তু টিএমসির ( তৃনমুল কংগ্রেস) চুরির কোন ভ্যাকসিন বেরোয়নি বা ডাক্তাররা তা বার করতে পারেননি। আমরা তো কোন ছাড়। তিনি কালিপুজোর সময় সবাইকে ভালো থাকার কথা বলে ” চোর মুক্ত বাংলা ‘ গড়ার ডাক দেন।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনিতে দলের যুব মোর্চার নেতা অরিজিৎ রায়ের কালিপুজোর উদ্বোধনে এসে শুক্রবার বিকেলে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসকে আরো একবার কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি কটাক্ষের সুরে বলেন, রাজ্য জুড়ে বর্তমানে যে ” চুরি ও দূর্নীতি” র অসুখ চলছে তা সারাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে ” প্রাক্তন ” লেখা বসাতে হবে। তবেই এর ফার্মা সলিউশন হবে। তার আগে নয় তার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে অনেক রোগের ভ্যাকসিন বেরিয়েছে। ডাক্তাররা তা করতে পেরেছেন। কিন্তু টিএমসির ( তৃনমুল কংগ্রেস) চুরির কোন ভ্যাকসিন বেরোয়নি বা ডাক্তাররা তা বার করতে পারেননি। আমরা তো কোন ছাড়। তিনি কালিপুজোর সময় সবাইকে ভালো থাকার কথা বলে ” চোর মুক্ত বাংলা ‘ গড়ার ডাক দেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages