News Digital Durgapur,,,, দুর্গাপুরে সিটি সেন্টারের দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করল। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে দুর্গাপুরের সিটি সেন্টারের এডিডিএ এর বটতলায় দুটি দোকান ও দুর্গাপুর সিনেমা হলের একটি দোকানে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি চালিয়ে ব্যান্ডহীন প্রচুর বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করল। তাছাড়াও ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ তিনটি দোকান থেকে তিনজনকে গ্রেফতার করলো।
দুর্গাপুরের সিটিসেন্টারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায় সিগারেটের দোকানে । বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে তারা বিদেশি সিগারেট , তারিখ এবং ব্যান্ডের নাম ছাড়াই সিগারেট উদ্ধার করে । বেশ কিছু সিগারেটের প্যাকেটে বিধি সম্মত সতর্কতামূলক বিজ্ঞপ্তি এবং ছবি না দেওয়া সিগারেটের প্যাকেট উদ্ধার হয় । পুলিশ বেশ কয়েকটি দোকান সিল করে দেয় । জানা গিয়েছে এখনো পর্যন্ত তিন জন সিগারেট বিক্রেতাকে গ্রেফতার করেছে । এন ফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার বিশ্বজিত মন্ডলের নেতৃত্বে চলে অভিযান । জানা গিয়েছে সিটিসেন্টারের বুকে প্রায় সিগারেটের দোকানে বিদেশি সিগারেট ছাড়াও বিধি সম্মত সতর্কিকরঞ্ছাড়াই সিগারেত বিক্রি হচ্ছে । শুধু সিটিসেন্টার নয় , বেনাচিতি , চন্ডিদাস , মামড়া । মুচিপাড়া , এবং বিধাননগরের বেশ কিছু দোকানে এই ধরনের সিগারেট বিক্রি হয় বলে জানিয়েছে বিক্রেতারা । হকারদের মাধ্যমে এরা সিগারেট পায় এবং তারা বিক্রি করে । দুর্গাপুরে আয়ুর্বেদিক সিগারেট বলে একধরনের সিগারেট বিক্রি হয় বলে অভিযোগ ।, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটিসদেন্টারে । এরপরেই গ্রেফতার হয়,
Biriyani Adda..panchmatha more, Durgapur....4
বিরিয়ানি মানেই বিরিয়ানি আড্ডা,,, আসুন এখানে,,, স্বাদ নিতে পারেন আসল বিরিয়ানি রান্নার,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন