News Digital Durgapur,, শীর্ষক ফাউন্ডেশন এর উদ্যোগে দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙগা শিক্ষার ফ্রি কোচিং সেন্টারের বাচ্চাদের নিয়ে রাখী বন্ধন উৎসব পালন,এই বাচ্চারা নৃত্য পরিবেশন ও করেন, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ঘোষ ও অন্যান্য সদস্য সদস্যারা, ফাউন্ডেশনের চেয়ারম্যান রিঙ্কু দাস বলেন সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তাদের এই ফাউন্ডেশন, এর সাথে সাথে যদি প্রশাসনের উদ্যোগে খেলার মাঠের ব্যবসথা করা যায় তাতে শরীর চর্চায় উপকৃত হবে শিশু শিক্ষার্থীরা, জেনারেল সম্পাদক সঞ্জয় সাহু বলেন বিভিন্ন ক্লাবে ফুটবল প্রদান থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে, আগামী সময়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে সেভ ডাইভ সেফ লাইভ প্রোগ্রাম করতে চান, এবং শারদীয়া দুর্গোৎসবে নতুন জামা কাপড় প্রদানকরা হবে।
এই দিন বিশিষ্ট সমাজসেবী কবি অভিজিৎ দাস ও সুপর্ণা হোড় আবৃত্তি করেন, এছাড়াও বিশেষ অতিথি অচিন্ত্য ঘোষ রাখী বন্ধন উৎসবের তাৎপর্য আলোচনা করেন, পাশাপাশি সকলের হাতে রাখী বাঁধার সঙ্গে মিষ্টি বিতরণ ও বাচ্চাদের হাতে চকলেট,কেক তুলে দেওয়া হয়,
ধুপ মানেই মিলন আগরবাতি,,খান্ডেশর,আমরাই, দুর্গাপুর,,, সুগন্ধি ধূপের বৃহৎ সম্ভার,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন