নিউজ ডিজিটাল দুর্গাপুর,,,, ইতিহাস সৃষ্টি করে বিশ্বর প্রথম দেশে হিসেবে ভারতের চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরুতে।ভারতের চন্দ্রযান সফলভাবে অবতরণ করেছে আজ সন্ধ্যা ছটা চার মিনিটে। ২৩শে আগস্ট,২০২৩ ভারতের ইতিহাসে স্বর্ণ অক্ষরের লেখা এক উজ্জ্বল দিন। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশে হিসেবে ভারতের সফল অবতরণ ,চাঁদের এই অভিযানের কৃতিত্ব ভারতের বিজ্ঞানীদের ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল ইসরো বৈজ্ঞানিকদের সাধুবাদ জানানোর পাশাপাশি পরবর্তী সময়ে সূর্য ও শুক্র গ্রহে অভিযানের শুভেচ্ছা আগাম দিয়ে রাখলেন।
Follow us on Facebook Page Twitter YouTube Instagram contact number for advertising,,,9064909479..9614358141
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন