Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ জুলাই, ২০২৩

গ্ৰাম পঞ্চায়েত নির্বাচন

NEWS Digital Durgapur.... ত্রিস্তর  পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম  বর্ধমানের বিভিন্ন অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের আজকের ভোট পরিক্রমার কিছু অংশ,সমীক্ষা করতে গিয়ে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা দেখেন বেশিরভাগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে এলাকায়, বেশিরভাগ  বুথে সর্বদলীয় এজেন্ট রয়েছে,বুথ ফেরত ভোটদানকারী  মানুষের বক্তব্য এলাকায় যারা উন্নয়নমূলক কাজ করেছেন এবং আগামী দিনে সাথে ও পাশে থাকবেন সর্বদাই বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেন তাদের তাদেরকে  ভোট দিয়ে জয়যুক্ত করতে চান, বিরোধী শাসক উভয়পক্ষের প্রার্থীদের এক ই বক্তব্য কোন ঝামেলাই নেই এলাকায়, কিন্তু ভোট পরিক্রমা করতে গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা খবর অনুযায়ী বেশীরভাগ বুথে ৫০ % ভোট বা তার ও কম, দুগাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া, শঙ্করপুর, কালিগঞ্জ,

উখরা, ইচ্ছাপুর ,সরপী,আরতি,যুমনাগ্ৰাম, k এলাকায়। দুপুর তিনটে পর্যন্ত ৬০_৬৫% ভোট দিন হওয়ার কথা, পরিবর্তে ৫০% নিচে ভোট দান দেখে একটা ই প্রশ্ন বুদ্ধিজীবী মহলে,, প্রাকৃতিক দুর্যোগের কারণ না রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এর পিছনে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages