News Digital Durgapur,,,,ন নিজস্ব প্রতিবেদক,,, সারা পৃথিবী জুড়ে “ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে” হিসেবে ৩মে (তেসরা) চিহ্নিত আছে বহুকাল আগে থেকেই । বুধবার অর্থাৎ ৫ জুলাই ২০২৩ পশ্চিমবঙ্গের সমস্ত ডিজিটাল মিডিয়া কর্মীদের সম্মান জানানোর উদ্দেশ্যে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের দিনটিকে “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ডে ” হিসেবে চিহ্নিত করা হলো। এদিন “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর এক বিশেষ প্রতিনিধি দল পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদকে সম্বর্ধনা ও ধন্যবাদ জানানোর সাথে সাথে আজকের দিনটিকে “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ডে ” হিসাবে চিহ্নিত করলেন ও উদযাপন করলেন।
বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন সংগঠনের পদক্ষেপে ও প্রচেষ্টায়, পশ্চিম বর্ধমান জেলাশাসকের উদ্যোগে এই প্রথম আসন্ন নির্বাচনে নিউজ কভারেজের অনুমতি মিলেছে ডিজিটাল মিডিয়া কর্মীদের,মনোজ সিং এবং পুরো বেঙ্গল ডিজিটাল মিডিয়া সংগঠনের নেতৃত্বের ঐকান্তিক প্রচেষ্টায় এই বৃহৎ সাফল্য,,,,
####################################
*****************************************
Follow us on Facebook Page Twitter YouTube Instagram contact number for advertising..9064909479
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন