দুর্গাপুর শিল্পাঞ্চলের পাশেই বাঁকুড়ার শিল্পতালুকে বড়জোড়ায বেসরকারি বিডি গোয়েল কারখানায় গলিত লোহা পড়ে আহত ১৫ জন শ্রমিক। ঘুটগুড়ি এলাকার স্পন্জ আয়রন কারখানায় ঘটে এই ঘটনা, ব্লাস্ট ফাননেস থেকে ফুটন্ত লোহা ছিটকে শ্রমিকদের গায়ে পড়লে ঝলসে যায় শ্রমিকরা। চুল্লি বিস্ফোরণ ছাড়াও কি কারনে এই দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত করছে পুলিশ। অবস্থার অবনতি ঘটায় বড়জোড়ার স্পেশালিটি হসপিটাল থেকে দুর্গাপুরের বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয় আহতদের..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন