News Digital Durgapur,, বুধবার নবজোয়ার ও জনসংযোগ যাত্রা কর্মসূচিতে লাউদোহায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তেইশ দিনে পা রাখল এই কর্মসূচি। লাউদোয়া স্কুল মাঠ ও উখরা রোড স্রোতে যোগদান করেন তিনি, স্কুল মাঠে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু রায় ,পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলার সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী প্রমুখ।
বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে 2021 সালের পশ্চিমবঙ্গের শোচনীয় পরাজয় বিজেপি র
শিক্ষা হয়নি হজম ও হয়নি, তাই চক্রান্ত করে বঙ্গবাসীকে ভাতে মারা প্ল্যান করেছে তারা, ১০০ দিনের কাজের টাকা গ্রাম সড়ক যোজনা, গৃহ আবাস যোজনা ,মিড ডে মিলের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই দিন বৃহৎ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন দশ লাখ লোক বাংলা থেকে দিল্লি যাওয়ার জন্য তৈরি। দিল্লিতে গিয়ে ধরনাই বসবেন তারা ।কয়লা পাচার কান্ডে নাম না করেই এক বিজেপি নেতার সম্পর্কে বলেন যে শিল্পাঞ্চলের সবচেয়ে বড় কয়লা চোর , তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভেবেছে সাত খুন মাফ। পরে এই প্রসঙ্গে তিনি আরো বলেন যে চোরেরা চুরি করে জেলে যায় আর বড় চোরেরা চুরি করে বিজেপিতে যায়। উখড়া শংকরপুর মোড় পর্যন্ত রোড শো শেষ করে জামুরিয়ার উদ্দেশ্যে লিটি চোখা অনুষ্ঠানে যোগদান করতে যান তিনি।
জামুরিয়াতে লিট্টি চোকার একটা অনুষ্ঠানে ছিলেন আসানসোলের সাংসদ শত্রঘ্ন সিনহা ,আমুড়িয়ার বিধায়ক হরেরাম সিংসহ আরো অনেক নেতৃত্ব বৃন্দ।
চৌদ্দ হাজার মানুষকে বিশেষ সবজি সহ লিটি চোখা খাওয়ানো হয় এই দিন জামুরিয়াতে।
নব জোয়ার কার্যত জনজোয়ারে পরিণত হয়, পশ্চিম বর্ধমান জেলায়।
েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে, পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন।
Follow us on Facebook Page Twitter YouTube Instagram,, contact number for advertising,,9064909479
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন