Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৭ মে, ২০২৩

নবজোয়ারে ভাসছে দুর্গাপুর শিল্প শহর

  নিউজ ডিজিটাল দুর্গাপুর,,দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দানে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে এক জনসভায় দুর্গাবাসী তথা গ্রামীন এলাকার বাংলার মতামত নির্বাচনে অংশগ্রহণ করা দলীয় সমর্থকদের সাথে আলাপচারিতায় দলের প্রথম সারির প্রধান নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে দলের কেউ নির্দল প্রার্থী হবার জন্য তৈরি হওয়ার স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান কারণ দল আর কোনদিন তাদের ফিরিয়ে এনে জোড়া ফুলে জায়গা দেবে না সে যত বড়ই নেতা হোক যত ভোটেই নির্বাচনে জিতুক , আম কলা সাইকেল টর্চ ছাতা প্রভৃতি চিহ্নে সারা রাজনৈতিক জীবন কাটাতে হবে ।জেলার ২২টি পঞ্চায়েত থেকে আগত নির্বাচকদের এবং দলীয় সমর্থকদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করার পাশাপাশি দৈত্যহীন ভাষায় বলেন যে চারিদিকে নজর তার অবৈধভাবে টিকিট পেলে  নাম কেটে দেওয়া হবে।

দুর্গাপুরে নব জোয়ার এবং বাংলার মতামত কর্মসূচিতে ঢাকঢোল শাঁক বাজিয়ে সংবর্ধনা জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এর আগে প্রায় আধঘন্টা পানাগড়ে গুরুদুয়ারাতে সবুজ পাগড়ী পরিধান করে উপস্থিত সকলের মন জয় করে নেন রাজ্য রাজনীতির এই জনপ্রিয় নেতা ।






এদের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও দুর্গাপুর পূর্ব থেকে বিধায়ক পোস্টে জেতা  প্রদীপ মজুমদার।

ডিজিটাল মিডিয়ার এক অন্যতম মুখ এই বাংলায় কর্মকর্তা তথা ডিজিটাল মিডিয়ার সভাপতি মনোজ সিং ডিজিটাল মিডিয়া বিষয়ে প্রশ্ন করলে অভিষেক ব্যানার্জি বলেন যে ডিজিটাল মিডিয়া ভালো কাজ করছে। এবং তাতে রাজ্য সরকার সিলমোহর দেওয়ার কথা ভাবছে,

এর জন্য ডিএম এসডিও এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি মারফত আবেদন করা হলে উচ্ছ্বাসিত শহরের ডিজিটাল মিডিয়া কর্মীগণ কারণ তাদের এত পরিশ্রমের ফল এবার সফল হবার আশায়।



######################################

পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন ।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages