বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিজনদের। দেহ উদ্ধার করে কেন্দা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় । ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত বিজয়নগরে ।
মৃত যুবকের নাম অশোক চক্রবর্তী। হিজলগড়া গ্রামের সুত্রধর পাড়ার বাসিন্দা।
মৃত যুবকের আত্মীয় ধনঞ্জয় চক্রবর্তী অভিযোগ করেন যে তাকে হত্যা করে ফেলা দেওয়া হয়েছে। তিনি জানান সকালে স্থানীয় গ্রামবাসীদের কাছে তিনি খবর পান যে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঝোপের মধ্যে একটি দেহ পড়ে রয়েছে।। সেইমতো তিনিও সেখানে ছুটে যান। সেখানে তিনি দেখেন দেহটি তাদের পরিবারের। দেহটি যেখানে পড়েছিল তার থেকে অনেকটা দূরে সরকারি পুনর্বাসন কেন্দ্র রয়েছে। মৃত যুবক কিভাবে ওইখানে পৌঁছালো সেই নিয়ে ধন্দ্বে রয়েছে তারা।
মৃত যুবকের মা বন্দনা চক্রবর্তী জানান তার ছেলে বিজেপি কর্মী ছিলেন। কিভাবে তার মৃত্যু হল সে নিয়ে তার বিশেষ কিছু জানা নেই।
অপরদিকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সদস্য সন্তোষ সিং জানান পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বর্তমান শাসক দল তাদের দলের একনিষ্ঠ কর্মী কে খুন করা হয়েছে। দোষীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে তারা দাবি রাখবেন।
যদিও এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
######################################
Follow us on Facebook Page Twitter YouTube channel Instragram linkedin..
Contact number for advertising..9064909479/9614358141
####################################
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন