যন্ত্র সঙ্গীতে সন্দীপ দাস, অনিমেষ চ্যাটার্জি, অরিজিৎ রায়, সুব্রত বিশ্বাস ,প্রদীপ প্রামাণিক ও গৌ
রব দাস অনুষ্ঠান সঞ্চালনায় দেবদাস সেন, শব্দ প্রক্ষেপণ হরিপাল।
রব দাস অনুষ্ঠান সঞ্চালনায় দেবদাস সেন, শব্দ প্রক্ষেপণ হরিপাল।
অতিথি শিল্পী ছিলেন পন্ডিত তুষার দত্ত এবং খ্যাতনামা তবলা বাদক সৌমিত্র জিৎ চ্যাটার্জী।
বিশিষ্ট সমাজসেবক অমিতাভ ব্যানার্জি ও তরুণ রায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছিলেন সমাজসেবী ও কবি
অভিজিৎ দাস প্রমুখ।
রোটারি ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট অমিতাভ ব্যানার্জি রোটারি ক্লাব প্রেসিডেন্ট অনুপ মুখার্জি, ইনার হুইল ক্লাব সদস্যা অনামিকা ব্যানার্জি সোমা মুখার্জি রত্না ব্যানার্জি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
প্রায় আড়াইশো জন সংগীত প্রেমী উপস্থিত থেকে সুরের মূর্ছনায় ভেসে গেলেন গত সন্ধ্যায়।
######################################
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন