News Digital Durgapur...
দামোদর নদের উপর সেতু নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো শ্যামপুরের ভবানীপুরে।
শ্যামপুর ১নং ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৪টি পঞ্চায়েতের যথাক্রমে ধান্দালী,বেলাড়ি,নবগ্ৰাম,ও বালীচাতুরী অঞ্চলের মানুষকে বিডিও অফিসে যেতে হলে দামোদর নদের উপর তৈরি কাঠের সেতুর উপর দিয়ে পয়সা খরচ করে যেতে হয়।
এই ভবানীপুরে দামোদর নদের উপর যাতায়াতের জন্য একটি কংক্রিটের সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘ দিনের, অবশেষে পুরন হতে চলেছে দীর্ঘ দিনের অপেক্ষা। ম্যাকিনটস বার্ণ লিমিটেড কোম্পানির তত্ত্বাবধানে
প্রায় ১২কোটি টাকা ব্যায়ে আগামী এক বৎসরের মধ্যে তৈরি হবে,৯০মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া সেতু ।
বুধবার শ্যামপুরের সেতু নির্মাণের জন্য ভবানীপুরে ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়,আরো উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, তিনি বলেন শ্যামপুরের মানুষের দুটি দাবী দীর্ঘ দিনের একটি হলো ভবানীপুরে দামোদর নদের উপর সেতু, অপরটি বোয়ালিয়ায় দামোদর নদের উপর অপর একটি সেতু, প্রথমটি পুরন হতে চলেছে, পরবর্তীতে বোয়ালিয়া সেতুর কাজ হবে বলে আশা প্রকাশ করেন।
হাওড়া জেলা শাসক শ্রীমতি মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত সৌমেন কুমার পাল, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী, পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন,শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা, কর্মাধ্যক্ষ অজয় মন্ডল প্রমুখ।
Follow us on Facebook Page Twitter YouTube Instagram contact number for advertising..৯০৬৪৯০৯৪৭৯/9064909479/9614358141...
সবার আগে,সবার জন্য,আছি সর্বক্ষণ আমরা,,,,, আপনার এলাকার খবর তুলে ধরব আমরা,,,, নিউজ ডিজিটাল দুর্গাপুর,,,( অভিজিৎ দাস)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন