নিউজ ডিজিটাল দুর্গাপুর:-
দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত ইছাপুর পঞ্চায়েত বিমেশ্বর কমিউনিটি হলে দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চুমকি মুখার্জি ও দুর্গাপুর ফরিদপুর ব্লক মহিলা সভানেত্রী ক্ষমা নায়ক, দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম মহাশয়া ।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত ইছাপুর পঞ্চায়েত বিমেশ্বর কমিউনিটি হলে দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চুমকি মুখার্জি ও দুর্গাপুর ফরিদপুর ব্লক মহিলা সভানেত্রী ক্ষমা নায়ক দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম মহাশয়
উন্নয়নের জোয়ার অব্যাহত রাখার পাশাপাশি বাংলার বিভিন্ন স্থানে আজ দুয়ারে সরকার। তৃণমূল কংগ্রেসের এই বৃহত্তর প্রয়াসে সামিল আপামর জনসাধারণ।
#####################################
Follow us on Facebook Page Twitter YouTube channel Instragram, NEWS Digital Durgapur channel..for advisement contact number..9614358141,9064909479
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন