Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

অল বেঙ্গল আমন্ত্রণ মূলক ওপেন যোগাসন প্রতিযোগিতা




https://www.facebook.com/profile.php?id=100085801096423&mibextid=ZbWKwL

https://www.facebook.com/profile.php?id=100085801096423&mibextid=ZbWKwL









 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর লোকসভা
  কেন্দ্রের মাননীয় সাংসদ এস এস আলুওয়ালিয়া মহাশয়।
সাংসদ আলুওয়ালিয়া মহাশয় বলেন যে করোনা মহামারীর পর এবং সকল সময়ে সুস্থ স্বাভাবিক শরীর

পেতে যোগাসন অপরিহার্য,মেডিটেশন পারে এক টেনশনমুক্ত মননশীল মনের হদিশ দিতে,

দুর্গাপুরে তথা সারা রাজ্যের দেশের বিভিন্ন স্থানে আরো বেশি মাত্রায় যোগাসন সেন্টার গড়ে তোলার প্রয়াস চালানো, তিনি বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠানের‌ মাধ্যমে মানুষকে আরো বেশি মাত্রায় মাঠমুখী হবার জন্য আহ্বান জানান।
ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জি মহাশয়,
দুর্গাপুরের গর্ব ক্ষুদ্রে বিজ্ঞানী অপরূপ রায় উপস্থিত ছিলেন।

১৬ টি জেলার ৫০০ প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

 আসানসোল সাব ডিভিশন যোগা কালচার অ্যাসোসিয়েশন এর তরফে আয়োজিত অল বেঙ্গল আমন্ত্রণ মূলক ওপেন যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৩

অনুষ্ঠানিত হলো দুর্গাপুরের সৃজনী হলে, 

উপস্থিত ছিলেন শঙ্কর প্রসাদ মহাশয়। 

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতি মন্ত্রী মাননীয় সুভাষ সরকার মহাশয়।

নিউজ ডিজিটাল দুর্গাপুর এর রিপোর্ট,,
আমাদের পোর্টালে যোগাযোগ করতে নম্বর ৯০৬৪৯০৯৪৭৯
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী অভিষেক মজুমদার।



উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও কবি অভিজিৎ দাস এবং শিক্ষক আবু সাত্তার স্যার।




পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন।
নিউজ ডিজিটাল দুর্গাপুর,,,
Follow us on Facebook Page Twitter YouTube channel Instragram NEWS Digital Durgapur channel...9064909479/9614358141

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages