উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর লোকসভা
সাংসদ আলুওয়ালিয়া মহাশয় বলেন যে করোনা মহামারীর পর এবং সকল সময়ে সুস্থ স্বাভাবিক শরীরপেতে যোগাসন অপরিহার্য,মেডিটেশন পারে এক টেনশনমুক্ত মননশীল মনের হদিশ দিতে,
আসানসোল সাব ডিভিশন যোগা কালচার অ্যাসোসিয়েশন এর তরফে আয়োজিত অল বেঙ্গল আমন্ত্রণ মূলক ওপেন যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৩
অনুষ্ঠানিত হলো দুর্গাপুরের সৃজনী হলে,
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতি মন্ত্রী মাননীয় সুভাষ সরকার মহাশয়।
নিউজ ডিজিটাল দুর্গাপুর এর রিপোর্ট,,
আমাদের পোর্টালে যোগাযোগ করতে নম্বর ৯০৬৪৯০৯৪৭৯
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী অভিষেক মজুমদার।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও কবি অভিজিৎ দাস এবং শিক্ষক আবু সাত্তার স্যার।
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও কবি অভিজিৎ দাস এবং শিক্ষক আবু সাত্তার স্যার।
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন।
নিউজ ডিজিটাল দুর্গাপুর,,,
Follow us on Facebook Page Twitter YouTube channel Instragram NEWS Digital Durgapur channel...9064909479/9614358141
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন