নিউজ ডিজিটাল দুর্গাপুর:- দুর্গাপুর লায়ন্স ক্লাব ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল বিধাননগরে ঝঞ্ঝাল মুক্ত পরিবেশের লক্ষ্যে স্বচ্ছ অভিযান করা হয়।
![]() |
ধীমান মন্ডল, (মহকুমা হাসপাতাল সুপার) |
সারা বছর ধরে এই ধরণের স্বচ্ছ সাফাই অভিযানে ব্যাপক সাড়া দেওয়া বিভিন্ন ক্লাব,সামাজিক সংগঠনগুলো অপূর্ব সুন্দর কার্যকলাপে এই হাসপাতাল চত্বর সুস্থ স্বাভাবিক প্রাণ চঞ্চল রাখার প্রয়াস অব্যাহত রাখার পাশাপাশি আরো বেশি মাত্রায় ভালো পরিষেবা প্রদানে সক্রিয়তা থাকবে তাদের। স্বাভাবিক ভাবেই তার এই অভিনব কর্মসূচি সঠিক রূপায়নে আনন্দিত ও খুশি, কিন্তু আরো ভালো আরো উন্নত পরিষেবা চালু করতে, বিশেষ ভূমিকা নিতে তৈরি তিনি। শহরের সকল সেচ্ছাসেবী সংগঠনকে আহ্বান জানান যে এই স্বচ্ছ সাফাই অভিযানে অংশ নিয়ে এই উদ্যোগকে আরো সাফল্যের শীর্ষে নিয়ে যেতে।
কবি দত্ত( সভাপতি, রোগী কল্যাণ সমিতি)
বিবিপ্লব চ্যাটাজী ( লায়ন্স ক্লাব সদস্য)
Follow us on Facebook Page Twitter YouTube channel Instragram NEWS Digital Durgapur pls send feedback and also contact for advisement,contact number..9064909479,9614358141কবি দত্ত( সভাপতি, রোগী কল্যাণ সমিতি)

সারা বছরই সামাজিক কাজকর্মে লিপ্ত লায়ন্স ক্লাব, বিধান নগর মহকুমা হাসপাতাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের সাথে নিয়ে এক সামাজিক কাজকর্মের মাধ্যমে
এই মাসে #সুন্দর স্বাস্থ্য, সুন্দর পৃথিবী# এই বার্তা দিতে
হাজির ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন