নিউজ ডিজিটাল দুর্গাপুর:-
সমাজসেবায় রাজ্য সেরা বর্ধমান রাজ কলেজ এন এস এস জাতীয় সেবা প্রকল্প,,,,
জাতীয় সেবা প্রকল্প, উচ্চশিক্ষা দপ্তর,পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও রামকৃষ্ণ মিশন,বেলুড় মঠের সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের এন এস এস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেলুড়মঠ রামকৃষ্ন মিশন বিবেকানন্দ সভা গৃহে। এদিন ২০২১ - ২২ সালের রাজ্য সেরা জাতীয় সেবা প্রকল্প ইউনিট নির্বাচিত হয় বর্ধমান রাজ কলেজ জাতীয় সেবা প্রকল্প ইউনিট-১। এদিন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ডঃ নিরাঞ্জন মন্ডল ও সদস্য সুরজ ঘোষ জানান সমাজ সেবায় বর্ধমান রাজ কলেজ রাজ্য সেরা ইউনিট হিসেবে কলেজের অধ্যক্ষ ডঃ নিরাঞ্জন মন্ডল মহাশয়ের হাতে পুরস্কার তুলে দেন উচ্চশিক্ষা দপ্তরের ডি. পি. আই জয়শ্রী রায় চৌধুরী মহাশয়া এবং বেস্ট প্রোগ্রাম অফিসার ডঃ ওম শঙ্কর দুবে ও বেস্ট ভলেন্টিয়ার অভিজিৎ ভট্টাচার্য্য ও এদিন পুরস্কার গ্রহণ করেন।
//////////////////////////////////////////////////////////////////////////
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সারা বছরই সামাজিক সাংস্কৃতিকভাবে ভিন্ন ভাবধারার প্রোগ্রাম আয়োজক।
Follow us on Facebook Page Twitter YouTube Instagram contact number for advertising...
9064909479/9614358141
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন