Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

দুর্গাপুর ইস্পাত কারখানা ঐতিহাসিক সমাবেশ তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের

 নিউজ ডিজিটাল দুর্গাপুর,,, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই ইন টি টি ইউ সি পরিচালিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় প্রদীপ মজুমদার,আই ইন টি টি ইউ সি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, জেলা তৃণমূলের শ্রমিক ইউনিয়নের সভাপতি অভিজিৎ ঘটক, মহিলা জেলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী মহাশয়, পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ও শ্রমিক ইউনিয়নের নেতা দীপঙ্কর লাহা, জেলার যুব নেতা কৌশিক মন্ডল,শ্রমিক নেতা প্রভাত চ্যাটাজী, মানস অধিকারী প্রমুখ।













রাজ্য  তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি
ঋতব্রত বন্দোপাধ্যায় জানান বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে হাজিরা শুরু হবে আগামী জুন মাস থেকে এবং কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শ্রমিক নীতির সমালোচনা করেন তিনি,রাজ্যের গ্ৰাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার বলেন কেন্দ্রীয় ভুল শিল্পনীতি, শ্রমিক নীতি ও  রাজ্য সরকারকে বঞ্ছিত করার ঘৃন্য চক্রান্ত চলছে তার প্রতিবাদে সামিল গোটা বাংলা।এই ঐতিহাসিক সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা আগামী দিনে সুন্দর সুষ্ঠভাবে পরিচালনা করবেন বলে তিনি আশা রাখেন।
###########################


#############################
Follow us on Facebook Page Twitter YouTube channel Instragram, linkedin
Contact number for advertising....
9064909479/9614358141

https://www.facebook.com/shreya.ganguly.96?mibextid=ZbWKwL


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages