Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

আই পি এল উদ্বোধন আজ আমেদাবাদে,

 


নিউজ ডিজিটাল দুর্গাপুর:-INDIAN PREMIER LEAGUE 2023, এবার  হতে চলেছে আইপিএলের 16 তম ইভেন্ট,আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতের খ্যাতনামা সব সেলিব্রেটিগণ। বাঙালি গায়ক অরিজিৎ সিং থেকে শুরু করে রাশমিকা মান্ধানা, তামান্না ভাটিয়া প্রমুখ । এবারের আইপিএল আসরে মোট দশটি ক্রিকেট টিম অংশগ্রহণ করবে। প্রতিটি  ক্রিকেট টিম 14টি করে ম্যাচে অংশগ্রহণ করতে পারবে। ফাইনাল সহ এই ইভেন্টের ৭৪ টি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ  চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে গুজরাট টাইটেন্স খেলা দিয়েই শুরু হবে। এদিকে কলকাতা নাইট রাইডার্সের আগের অধিনায়ক শ্রেয়াস আয়ারের জায়গায় অধিনায়ক বাঁ হাতি ব্যাটার নীতীশ রানা।



বিশ্ব ক্রিকেটে বড় অংশ জুড়ে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তারকা বহুল টুর্নামেন্টের সাথে সাথেই অর্থের নিরীক্ষে বিশ্বের সবচেয়ে দামি  ফ্যান্ঞাইজি ক্রিকেট লিগ আইপিএল।







Follow us on Facebook Page Twitter YouTube channel , Instragram NEWS Digital Durgapur.. contact number..9064909479,9614358141..
 You can share any kind of Advisement.. share 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages