Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ মার্চ, ২০২৩

স্বপ্ন পূরণ সোসাইটির অনুষ্ঠান গোপাল মাঠে,

   নিউজ ডিজিটাল দুর্গাপুর:-আজ বেনাচিতি স্বপ্ন পূরণের পরিচালনায় বর্তমানে দিল্লী নিবাসী দম্পতি মিস্টার হরবিন্দর সিং রেকী ও মিস সুইটির শিশু পুত্র মাস্টার আবীরের শুভ অন্নপ্রাশন  উপলক্ষে আজ গোপালমাঠ শিশু কল্যাণ সমিতির 60জন অনাথ ছাত্রছাত্রীর মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছিল।ওই দম্পতির ইচ্ছা অনুযায়ী সকল ছাত্র ছাত্রীকে খাতা ও কলম দেওয়া হলো। ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সকলের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। বেনাচিতি স্বপ্নপূরণ মানুষের সাথে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে।




শিশু কল্যাণ সমিতির সভাপতি কালিসাধন ঘটক স্বতঃস্ফূর্ত ভাবে এই অনুষ্ঠানের তদারকি করেন, স্বপ্ন পূরণ সোসাইটির বিশিষ্ট সমাজসেবী ও সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস বলেন যে ভবিষ্যতে ও তারা এখানে আবার আসতে চায়,এবং বাচ্চাদের ড্রাম বাজানো সহযোগে অভ্যর্থনা সকলের মনে দাগ কেটেছে।






Follow us on fb page, YouTube channel tweeter Instragram,,
Watching this News Digital Durgapur
Contact..9064909479,9614358141

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages