Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ মার্চ, ২০২৩

দুর্গাপুরে বাংলা পক্ষ, অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়

 




একটি বেসরকারি চ্যানেলের আমন্ত্রণে দুর্গাপুরে সৃজনী হলে বাংলা পক্ষের সভাপতি অধ্যাপক ডঃ গর্ব চট্টোপাধ্যায়, বাংলায় চাকরি আছে, বাঙালির চাকরি নেই এই মূল দাবি কে সামনে রেখে আপামর বাংলা ভাষী জনসাধারণের জন্য লড়াই বাংলা পক্ষের। ভূমিপুত্রের কর্ম সংরক্ষণ, বৃহত্তর স্বার্থে বাংলার ভাষার জন্য লড়াই, জাতীয় স্তরে পরীক্ষায় বাংলা ভাষার অধিকার বিষয়ে, জাতির জনবিন্যাস সর্বোপরি ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে এই রাজ্যে  বাংলা সাবজেক্ট রাখার প্রচেষ্টা এবং খেলাধুলা রাজনীতি ব্যবসায়ী, সবক্ষেত্রে ই ভিন্ন রাজ্যের  অধিবাসীরা যে ভাবে বাংলায় এসে অধিকাংশ জায়গায় দখলে রাখতে চাই,তার প্রতিবাদে বাংলা পক্ষ।


বাংলা পক্ষ দুর্গাপুর আসানসোল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এইদিন, ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বাংলা পক্ষ কর্মকর্তা অক্ষয়  বন্দ্যোপাধ্যায়।



Follow us fb page YouTube channel tweeter Instragram, NEWS Digital Durgapur..
Further contact for report...9064909479

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages