নিউজ ডিজিটাল দুর্গাপুর
##################
:-একদিকে শহরের সৃজনশীল মানুষেরা রঙিন দোল উৎসবে সামিল,অন্যদিকে পথচলতি মানুষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে দুর্বৃত্ত আচরণে গ্রেফতার নয় জন । দুর্গাপুরের নিউটাউন শিপ থানার ভারপ্রাপ্ত অফিসার দের নেতৃত্বে ডিভিসি সংলগ্ন শিবতলায় এলাকায়। পথচারীদের রঙ দেওয়া ও গালি দেওয়ার অপরাধে।
পুলিশের তৎপরতায় শান্ত শহর, দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েদোল উৎসবে পুলিশ প্রশাসনের টহল চোখে পড়ার মতো।
পাঠশালা পরিবার, এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন,, সারা বছরই সামাজিক কাজকর্মে লিপ্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন