Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

সম্প্রীতির বার্তা দিতে রামনবমী অনুষ্ঠানে মুসলিমদের যোগদান দুর্গাপুরের মেনগেট এলাকায়

নিউজ ডিজিটাল দুর্গাপুর,:-  ্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য 

রাম নবমী উপলক্ষে দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকায় আজ সকালের শোভাযাত্রায় দেখা গেল এক অন্য চিত্র, হিন্দু ভাইদের সাথে এই রামনবমী মহাৎসবে যোগদান করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন , নাসিমুল্লাহ খাঁ নামক এক মুসলিম সম্প্রদায়ের মানুষ বলেন যে বিগত ২০বছর ধরে উনারা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে, তেমনি হিন্দু ভাইদের ও পাই মহরম,ঈদ উপলক্ষে অনুষ্ঠানগুলোতে,একে অপরের পরিপূরক তারা,
 স্থানীয় বরিষ্ট কংগ্রেস নেতা তরুণ রায়  বলেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সম্প্রীতির বার্তা দিতে রামনবমী অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন যেভাবে পাশে রয়েছে, সেই ভাবেই মহরম অনুষ্ঠাঙনে আমরা তথা হিন্দু ভাইরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে থাকি। এতে সমাজের ধর্মীয় ভারসাম্য বজায় থাকে।




পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন ।


















Follow us on Facebook Page Twitter YouTube Instagram, contact for advisement..9064909479

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages