নিউজ ডিজিটাল দুর্গাপুর:-বাঙালি গবেষক অর্ণব চক্রবর্তী, বড়সড় সাফল্য পেলেন তিনি অর্নবের আবিষ্কার কৃষি থেকে দেশের নিরাপত্তার ক্ষেত্রে আনতে চলেছে বিপ্লব। দুর্গাপুরের বেনাচিতি তে বসবাসকারী অর্ণব চক্রবর্তী স্লিংগার আ্যটমাইজার নিয়ে উদ্ভাবনী আবিষ্কারের গর্বিত দুর্গাপুরবাসী,বাংলার মানুষ তথা পশ্চিমবঙ্গ ও সারাদেশ।
বেনাচিতির বাসিন্দা অর্ণবের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ও মা গৃহবধূ। স্লিঙ্গার আ্যটমাইজার ছোট গ্যআস টারবাইনগুলির কর্ম ক্ষমতা বাড়িয়ে তোলে। মিসাইল ক্ষেত্রে এই আবিষ্কার যুগান্তকারী বলে মনে করছেন দেশের বিজ্ঞানী মহল। উনি গবেষণা করেন কোরিওলিস ইনডিউসড liquid breakup ও স্প্রে ইভোল্যুশন ইন স্লিংগার আ্যটমাইজার এর উপর।আই আই টি মাদ্রাজ থেকে গবেষণা করেন এই তরুণ গবেষক।২০১৬ সালে আইআইটি খড়গপুর থেকে এম টেক, পরের বছর ২০১৭ সালে আমেরিকায় পাড়ি। একমাত্র বাঙালি সন্তান হিসাবে এই পুরস্কার পেলেন তিনি,DRDO দ্বারা স্বীকৃত এই গবেষণাপত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন