Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৯ মার্চ, ২০২৩

সমাজের সেবায় স্বপ্ন পূরণ সোসাইটির

নিউজ ডিজিটাল দুর্গাপুর:-

#####################

 গতকাল সকাল সাড়ে দশটার সময় বেনাচিতি, কাইজার লেন, লায়েক পুকুর ঢিপ পাড়ায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে চারটি বাড়ী ক্ষতিগ্রস্ত হয় ও একটি বাড়ী সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে যায়। নরেশ কীর্তনীয়া ও তাঁর ভাইয়ের নিঃস্ব, অসহায় পরিবারের পাশে আজ বেনাচিতি স্বপ্ন পূরণের পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু পেঁয়াজ, মশলাপাতি, নুন, মুড়ি, বিস্কুট,ডিম, নতুন শাড়ী, জামাকাপড়, জুতো, স্কুল ব্যাগ, খাতা, পেন সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়। পরিবারে সকলের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে আবার আরো এক নতুন খুশী নিয়ে বাড়ী ফিরলেন স্বপ্ন পূরণ সোসাইটির সদস্য সদস্যারা। প্রাক্তন শিক্ষক সঞ্জয় শীট মহাশয় বলেন বরাবরের মতই সমাজের সাথে ও পাশে থাকার অঙ্গীকার তাদের।






পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন,





আমাদের পোর্টালে যোগাযোগ করতে নম্বর,,৯০৬৪৯০৯৪৭৯

Contact for any kind of Advisement..9614358141,9064909479


 দিতে পারেন এখানে,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages