Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

পুরুষ অধিকার আন্দোলনের সর্বভারতীয় সংগঠন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের বাইক র‍্যালি উত্তরবঙ্গ জুড়ে

  •  ভারতের আইনি ব্যবস্থা অধিকাংশই নারী কেন্দ্রিক ও পুরুষ বিদ্বেষী, মিথ্যা ধর্ষণ মামলা,
  • পরকীয়া, খোরপোষ আদায়ে আইনের অপব্যবহারের বিরুদ্ধে,৪৯৮ আইন সংশোধন করার জন্য, পুরুষ অধিকার আন্দোলনের সর্বভারতীয় সংগঠন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃত্বে উত্তরবঙ্গ জুড়ে বিরাট  বাইক র‍্যালি।

  • প্রতি ন মিনিটে একজন বিবাহিত পুরুষ বৈবাহিক 

     সমস্যার কারণে আত্মঘাতী হচ্ছে ।সামাজিক কাঠামো ও আইনি নানা মার প্যাঁচের কারণে ভুগতে হচ্ছে পুরুষদের ,এমন নানা ইস্যু তুলে ধরার পাশাপাশি পুরুষ অধিকার বিষয়ে বলেন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্ণধার গৌরব রায়। মালদা থেকে কোচবিহার উত্তরবঙ্গের আটটি জেলা জুড়ে অভিনব বাইক রেলি ও পথসভা। পুরুষ কমিশন গঠন ,সন্তানের উপর বাবার অধিকার, লিঙ্গনিরপেক্ষ  আইন,ধর্ষণ সংক্রান্ত আইনসহ একাধিক দাবিতে এই কর্মসূচি।


  • গৌরব রায় মহাশয় আরো বলেন যে বিভিন্ন সময়ে পুরুষদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সম্পত্তির লোভে, পুরুষরা নির্যাতনের শিকার, এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যেই এই বাইক র‍্যালি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages