নিজস্ব প্রতিবেদক,,,,। নিউজ ডিজিটাল দুর্গাপুর,
দুর্গাপুরে বেনাচিতিতে বিবেকানন্দ বিদ্যাপিঠে২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই স্বপ্ন পূরণ নামক এক সংগঠন,অন্যতম কর্মকর্তা গৌরাঙ্গ বিশ্বাস মহাশয় জানান যে প্রায় ৩৬৪ জন পরীক্ষার্থী কে জলের বোতল, পেন,গোলাপ ফুল, চকলেট দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালো ভাবে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করেন, প্রতি বছর সামাজিক কার্যকলাপে জড়িত এই সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে ,
বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সমাজকর্মী অংশুমান ও উনার মা ছিলেন এই রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ্যাপিঠ স্কুলের মহতী অনুষ্ঠানে, নিজ হাতেই তুলে দেন জল, পেন, গোলাপ ফুল।
######################################
জুয়েলারী জগতে এক অনন্য নাম,,, বিভিন্ন ধরণের ইউনিক কালেকশন সহ হাতের নাগালের মধ্যেই নানা জুয়েলারী আইটেম,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন