দুর্গাপুরের আড়রা মোড়ে সৃজনী গেস্ট হাউসে বাংলার মুখ অরাজনৈতিক সংগঠনের সভাপতি সোমনাথ লাহার
সুযোগ্য নেতৃত্বে ভাষা আন্দোলনের মানভূম এলাকা,বরাক উপত্যকা ও ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়,অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস,রাজীব স্যার , বিবেকানন্দ স্যার, ডঃ উদয়ন চৌধুরী,ডঃ কবিতা চৌধুরী, কবি অভিজিৎ দাস, দেবরাজ ভৌমিক,সৌম্য চ্যাটাজী, সৌরভ কর এবং জাগো নারী সেচ্ছাসেবকগণ,
বাংলার মুখের পক্ষ থেকে কবিতা পাঠ করেন কবি সম্পাদক অভিজিৎ দাস ও বাংলার মুখ সভাপতি সোমনাথ লাহা বলেন সময়ের দাবি মেনে ভূমিপুত্র সংরক্ষণ, বাংলার মানুষের নিজস্ব ভাষা আন্দোলনের দিনে শপথ বহিরাগত স্থানীয় চাকরি ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে আগে স্থানীয় মানুষের অগ্ৰধিকার।
স্কুল ছুট বাচ্চাদের স্কুলে ফেরৎ এর ব্যবস্থা গ্রহণ,
আরো বেশি বাংলা মাধ্যমের সঙ্গে জড়িত থাকার,
অঙ্গীকার ,অধ্যআপক সন্তোষ কুমার বিশ্বাস মানভূম ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে দীর্ঘ আলোচনা,
কবিতা চৌধুরী মহাশয়ার কোচবিহারের রাজভাষার কথা, সর্বোপরি ডঃ উদয়ন চৌধুরীর সমাজের সেবায় নিয়োজিত থাকার কথা, অসহায়, দুঃস্থ বাচ্চাদের বস্ত্র বিতরণ, পুস্তক,খাদ্য প্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, খেলা অনুষ্ঠানের আয়োজক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন