Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দুর্গাপুরের রবীন্দ্র ভবনে

 

দুর্গাপুরঃ   নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্থাশীষ মুখার্জি, মোহিত গাঙ্গুলি, সুশীল ভট্টাচার্য , রাজীব ঘাঁটী সহ শতাধিক কবি সাহিত্যিক, সাংবাদিক,

নৃত্য শিল্পী,গায়িকা, সমাজ কর্মীর মিলনমেলায় দুইদিন ব্যাপী নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন রবীন্দ্র ভবনে বাংলার ভাষা নিয়ে কাজ, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিটিল ম্যাগাজিন মেলা।
উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মূখ্য প্রশাসক আনন্দিতা মুখার্জি ও এই শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি গৌতম ঘোষ,ডঃমিলনী সেনগুপ্ত রীতা সাহা দে ইন্দ্রজিত সেনগুপ্ত ও অনেক গুণীজন।





1 টি মন্তব্য:

Post Top Ad

Your Ad Spot

Pages