দুর্গাপুরঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্থাশীষ মুখার্জি, মোহিত গাঙ্গুলি, সুশীল ভট্টাচার্য , রাজীব ঘাঁটী সহ শতাধিক কবি সাহিত্যিক, সাংবাদিক,
নৃত্য শিল্পী,গায়িকা, সমাজ কর্মীর মিলনমেলায় দুইদিন ব্যাপী নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন রবীন্দ্র ভবনে বাংলার ভাষা নিয়ে কাজ, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিটিল ম্যাগাজিন মেলা।
উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মূখ্য প্রশাসক আনন্দিতা মুখার্জি ও এই শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি গৌতম ঘোষ,ডঃমিলনী সেনগুপ্ত রীতা সাহা দে ইন্দ্রজিত সেনগুপ্ত ও অনেক গুণীজন।
Darun...
উত্তরমুছুন