২৬ নম্বর ওয়ার্ডের কালিমন্দির কমিটির পক্ষ থেকে যে বস্ত্র বিতরণ,ও অঙ্কন প্রতিযোগিতা করা হয় তাতে তৃণমূল কংগ্রেসের টেড ইউনিয়নের জেলা কোষাধ্যক্ষ ও দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনের অন্যতম কর্মকর্তা দীপঙ্কর লাহা মহাশয় ও এ বি এল আই এন টি ইউ সি সাধারণ সম্পাদক রঞ্জিত পন্ডিত উপস্থিত ছিলেন।৩৫০ জন কে অঙ্কন প্রতিযোগিতার জন্য খাতা,পেন,রঙ প্রদান করা হয়, এবং ১৫০ জন অসহায়, দুস্থ মহিলাকে বস্ত্রদান করা হয়, সাথে সাথে লাইভ কেয়ার হাসপাতালের সহায়তায় হেল্থ চেকাপ ক্যাম্প করা হয়, সারা বছর শহরের বিভিন্ন স্থানে সামাজিক কার্যকলাপে জড়িত থাকার অঙ্গীকার করার প্রচেষ্টায় অবিরত এই কমিটি,কোভিডকালিন সহায়তা প্রদান, আগামী দিনে আরো পরিষেবা এলাকাজুড়ে করা হবে এই বার্তা দেন সকলের প্রিয় নেতা দিপু লাহা ও বিশিষ্ট সমাজসেবী ও এবিএল তৃণমূল কংগ্রেসের
ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জিত পন্ডিত ।।
Hi
উত্তরমুছুন