Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

এইমস মেডিক্যাল এনট্রাস্ পরীক্ষায় সেরা দুর্গাপুরের সরস্বতী



দুর্গাপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের এইমস এনট্রাস পরীক্ষায় দেশের সেরা হলেন দুর্গাপুরের বাসিন্দা সরস্বতী রজক।এইমস পরীক্ষায় ১০০% নম্বর পেয়ে দেশের মধ্য প্রথম হয়েছেন সরস্বতী। ২০২২ সালে নেটে ৫৬২ নম্বর পেয়ে ছয় হাজার র্্য ঙ্ক করেছিলেন তিনি। দুর্গাপুরের সাগরভাঙ্গা দেশবন্ধু নগরের বাসিন্দা। টিনের চালার একটি মাত্র ঘর অভাবের সংসারে, মা বাবা দাদার সঙ্গে খুবই অনটনে থাকেন এই মেধাবী ছাত্রী। সরস্বতী রজকের এই অসামান্য সাফল্যে গর্বিত দুর্গাপুরবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages